‘সারাদেশে পুলিশের নজরদারি’ হামলার শঙ্কা নেই


গোনিউজ ডেস্ক: প্রকাশিত: এপ্রিল ২১, ২০১৯, ০৫:২৯ পিএম
‘সারাদেশে পুলিশের নজরদারি’ হামলার শঙ্কা নেই

ইস্টার সানডে ও পবিত্র শবে বরাত উপলক্ষে নিরাপত্তা জোরদার করার নির্দেশ আবহত থাকলেও পুলিশের ফিল্ড কমান্ডারদের এসপি/ডিসির মতো মাঠ পর্যায়ের অফিসারদের আরো সতর্ক থাকার নির্দেশ দিয়েছে বাংলাদেশ পুলিশ সদর দফতর।

এর বিশেষ কারণ হলো আজ শ্রীলঙ্কায় ভয়াবহ বোমা হামলার ঘটনা ঘটেছে এর পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলাবাহিনীর সকল সদস্যদের চোখ কান খোলা রাখতে বলা হয়েছে। পবিত্র শবে বরাত উপলক্ষে আগে থেকেই শ্রীলঙ্কার ঘটনার পর নতুন করে  এ নির্দেশনা দেয়া হয়েছে।

জানতে চাইলে পুলিশ হেড কোয়ার্টার্সের সহকারী মহা-পরিদর্শক (এআইজি) মো. সোহেল রানা বলেন,  আমরা আমাদের জনমহলের নিরাপত্তার স্বাথে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কে বেশ কিছু চেকপাস্ট বসানো হবে। 

তিনি বলেন , সেখানে কাউকে সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করা হবে। তবে স্টার সানডে ও পবিত্র শবে বরাত উপলক্ষে কোনো হামলার শঙ্ক নেই গোয়েন্দা সংস্থার কাছে। ঢাকাসহ সারাদেশের ফিল্ড কমান্ডারদের (এসপি/ডিসির মতো মাঠ পর্যায়ের অফিসার) সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে।

এআইজি মো. সোহেল রানা বলেন,   শবে বরাত ও ইস্টার সানডেকে সামনে রেখে কেউ যাতে নাশকতামূলক কর্মকাণ্ড না করতে পারে সেজন্য পুলিশ বাহিনী প্রস্তুতি রয়েছে। 

জানতে চাইলে সম্পাদক ঢাকা মেট্রোপলিটন পুলিশের, মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস বিভাগ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ ওবায়দুর রহমান  বলেন, রাজধানীর প্রতিটা সড়ক আমাদের নজর দারিতে থাকবে। প্রধান প্রধান সড়কের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হবে। 

তিনি বলেন, ইস্টার সানডে ও পবিত্র শবে বরাত উপলক্ষে কোন ধরনের নিরাপত্তার ঘাটতি নেই তাছাড়া হামলার হুমকি বা নিরপত্তা কোন আশঙ্কা নেই। তবে এই দুই ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে বাংলাদেশে সারা দেশে আমরা জনগণের কথা চিন্তা করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

প্রসঙ্গত, শ্রীলঙ্কার রাজধানী কলম্বোসহ দেশটির অন্তত ছয়টি স্থানে তিনটি গির্জা ও তিনটি হোটেলে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৮৫ জন নিহত ও পাঁচশ’র অধিক মানুষ আহত হয়েছেন।  রোববার (২১ এপ্রিল) সকালে এই ঘটনাটি ঘটে । খ্রিস্টান ধর্মালম্বীদের ইস্টার সানডে চলাকালে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে দেশটির গণমাধ্যম প্রচার করেছেন।

গো নিউজ২৪/জাবু

জাতীয় বিভাগের আরো খবর